• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারী-ফকিরহাটে ভাদ্র সংক্রান্তি মেলা ও নৌকা বাইচ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

গ্রাম বাঙলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ বিশেষ ভাদ্রসংক্রান্তি মেলা উপলক্ষ্যে চিতলমারী-ফকিরহাট সীমান্তবত্তী কলকলিয়া, গুয়ালবাড়ি,  গোয়ালখালী এলাকার চিত্রানদীর অববাহিকায় অনুষ্ঠিত হয়ে গেল ৬২তম নৌকা বাইসের প্রতিযোগিতা। হাজারো নারী-পুরুষের মিলন মেলায় রুপনেয় চিত্রার অববাহিকাও তার দু’কুলে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফকিরহাট,চিতলমারী, মোল্লাহাটসহ বিভিন্ন এলাকার সু-সজ্জিত মাঝি-মাল্লাও আকর্ষনীয় বাইসের নৌকা। মেলা কমিটির সহ সাধারন সম্পাদক মহাদেব বিশ্বাস জানান, ত্রি-পল্লী মাঝি মিলন সংঘের উদ্যোগে ৩১শে ভাদ্র উপলক্ষ্যে প্রতি বছর এমেলা উদযাপিত হয়।  মেলার প্রতিষ্ঠাকাল ৬২ বছর।
মেলা কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে এ মেলায় প্রধান অথিতি ছিলেন, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অথিতি ছিলেন ফকিরহাট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন এলাকার ইউপি চেয়ারম্যন, ইউপিসদস্য, গনমাধ্যমকর্মীও সুশীল সমাজের লোকজন। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিজয়ী দেরহাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা