• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় আওতায় নাক, কান ও গলা রোগের চিকিৎসা সেবা বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১০টায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল হান্নান।

সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়ের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন নাক, কান ও গলা রোগের বিশেষজ্ঞ ডা. কমলেশ মন্ডল ও মো. ফয়সাল আবেদীন, কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রেকেকুন্নাহার ইয়াসমিন ও  ডা.  প্রমূখ। এদিন ১৫০জন রোগীর ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা