• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় ২০০ পরিবারকে চিকিৎসা সহায়তায় দিলো কোস্টগার্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

মোংলায় ২০৫ অসহায় দুস্থ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড। ২১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোংলার বানিশান্তা, পূর্ব ঢাংমারি, আমতলা, খেজুরিয়া ও নলডাঙা এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার(গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড উপকূলীয় চরাঞ্চলের মানুষের সেবায় কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন বানিশান্তা, আমতলা, খেজুরিয়া, পূর্ব ডাংমারি, নলডাঙা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন কোস্টগার্ড পশ্চিম জোনের সিনিয়র মেডিকেল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার জেনিফার বিনতে ইয়াছিন, এমএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন কোস্টগার্ড জাহাজ বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজনসহ কোস্টগার্ডের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

এছাড়াও একইদিন দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার পক্ষ থেকে স্থানীয় জেলে, মাঝি ও স্থানীয় পেশাজীবিদের মাঝে মাদক ও মানব পাচাররোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সিদ্দিকী, বিএন।

তিনি আরো বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহ ও উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কোস্টগার্ডের ভূমিকা অপরিসীম। উপকূলীয় অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মানব পাচাররোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষায় জনগনকে সচেতন করতে কোস্টগার্ড নিয়মিত প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা