• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

বঙ্গোপসাগরে লঘুচাপে সৃষ্টি আকস্মিক ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারকে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হুমায়ুন কবির, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, বঙ্গপসাগরে লঘুচাপে সৃষ্টি আকস্মিক ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারকে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মহোদয়। আকস্মিক ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী ৭ জেলে পরিবারকে এবং নিখোঁজ হওয়া আরো ৩ জেলে পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেয়া হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা