• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে সরকারি প্রতিনিধি দল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রনালয়ের এসপায়ার টু ইনোভেট প্রগ্রাম (এটুআই) প্রকল্পের একটি উচ্চক্ষমতা সম্পূর্ণ প্রতিনিধি দল বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন অর্জন ও নানা প্রকার উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০সেপ্টেম্বর) সকালে তাঁরা বেতাগা ইউনিয়নের বিভিন্ন অর্জন ও নানামুখী উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসপায়ার টু ইনোভেট প্রগ্রাম (এটুআই) প্রকল্পের পরিচালক ও যুগ্ন-সচিব ড, দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির এর নেতৃত্বে তারা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সিনিয়র সহকারী সচিব মোঃ তানভীর রহমান, সিনিয়র সহকারী সচিব ও প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তা যথাক্রমে জহির ইমাম, মোঃ শামীম কিবরিয়া, মোঃ মাহম্মুদুল হাসান, এস কে আল আবিদ, নাবিলা তাহমিদ ও ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ মনোয়ার হোসেন। বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ অথিতিবৃন্দদেরকে বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন অর্জন ও উন্নয়ন মুলক কাজ গুলি ঘুরে ঘুরে দেখান। তারা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, স্বর্গীয় মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুপ্রিয় পানি ব্যবস্থাপনা প্রকল্প, অর্গানিক বেতাগা, বেতাগা পাবলিক লাইব্রেরী ও লোক সাংস্কৃতিক কেন্দ্রে সহ বিভিন্ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা