• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২  

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে একটি মিনি চাইনিজ, একটি খাবার হোটেল এবং একটি অবৈধ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই তিন প্রতিষ্ঠান থেকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী এই অভিযান পরিচালনা করেন। উপজেলা সদর রায়েন্দা বাজারের দুটি হোটেল- রেস্তোরার মধ্যে শাহী ক্যাফে এন্ড মিনি চাইনিজে ৩০ হাজার, মিনা হোটেলে ৩০ হাজার এবং পাঁচরাস্তা মোড়ের শাহিনুর ডেন্টাল ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী জানান, শাহী মিনি চাইনিজ এবং মিনা হোটেলের সব খাবারই অস্বাস্থ্যকর। নোংরা পরিবেশে এসব খাবার তৈরী এবং পঁচা-বাসি খাবার গরম করে তা মানুষকে খাওয়ানো হচ্ছে। এসব খাবার খেলে যে কোনো মানুষ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, শাহিনুর ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর তিনটি দাঁত কেটে ফেলার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন অভিযোগে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। 

ভোক্তা অধিকার আইনের অদক্ষ চিকিৎসক আইউব আলীকে ৫০ হাজার, শাহী মিনি চাইনিজের মালিক ইউনুচ আকনকে ৩০ হাজার এবং মিনা হোটেলের মালিক সিদ্দিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা