• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান বিষয়ে অবহিতকরণ সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২  

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বাগেরহাট জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২২ আওতায় ফকিরহাটে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। বিশেষ অথিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলীমুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি কার্যক্রমের প্রোগ্রাম সুপারভাইজার শরিফুল ইসলাম।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. তানভীর রহমান, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা, মনিটরিং সুপারভাইজার কাজী নাছিম আহম্মেদ প্রমূখ।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার আটটি ইউনিয়নে ২৫টি দল আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপি কুকুরকে টিকা প্রদান করবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা