• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় পালন হলো সশস্ত্র বাহিনী দিবস

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২  

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মোংলায় উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। আজ সোমবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা ও মোংলা নৌ অঞ্চলের মসজিদ সমূহে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত কামনা, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।

এছাড়া নৌবাহিনীর সকল যুদ্ধের জাহাজ ও ঘাঁটিসমূহে মহান মুক্তিযুদ্ধের সম্নাননা ও নৌবাহিনী স্কুল ও কলেজসমুহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। একইসাথে মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজার যুদ্ধ জাহাজ বি এন এস সাংগু দুপুর ২ টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় । এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন। এর আগে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহ মাজারে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন করেন নৌবাহিনীর পদস্থ্য কর্মকর্তারা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা