• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে মেলায় উঠেছে দেড় মণ ওজনের কচু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

বাগেরহাটের ফকিরহাটে মেলায় উঠেছে দেড় মণ (৬৫ কেজি) ওজনের একটি মান কচু। যা শুক্রবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী মেলার সেরা আকর্ষণ। প্রায় ৮ ফুট লম্বা কচুটির দাম হাঁকা হয়েছে ৩২০০ টাকা।

বিশালাকার কচুটি দেখে বিস্মিত দর্শনার্থীরা। অনেকেই ভিড় জমাচ্ছেন কচুটির সামনে। সেই সঙ্গে কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।

মান কচু চাষি অরূপ ঘোষ বলেন, ‘কৃষি কর্মকর্তাদের পরামর্শে পানের বরজের পাশে ছাই ও গোবর সার দিয়ে ১৩০টি কচু লাগিয়েছিলাম। বর্তমানে ১০ কেজি থেকে শুরু করে ৬৫ কেজি ওজনের কচু রয়েছে।’

তিনি বলেন, ‘বাজারে কচুর দাম ও চাহিদা দুটোই ভালো। ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। মাত্র দুই বছরেই একটি কচুর ওজন ৬৫ কেজি হয়েছে। বরজের পাশে পতিত জায়গায় কচু লাগিয়ে ভালোই উপকার হয়েছে।’

ফারুক হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘আমাদের বাড়িতেও বিনা যত্নে কচু হয়। তবে যত্ন করলে কচু এত বড় হতে পারে তা জানা ছিল না। কচুটি দেখে ভালো লেগেছে। অরূপ যে পদ্ধতিতে কচু লাগিয়েছে, আমরাও চেষ্টা করব সেই পদ্ধতিতে কচু লাগানোর।’

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত বলেন, ‘স্মার্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করেছি। মেলা আকৃষ্ট করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অরূপ ঘোষ একজন সফল কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ সে সাদরে গ্রহণ করে। বরজের পাশে কচু অনেক বড় হয়। অরূপের মতো সবাই যদি বরজ এবং সবজি ক্ষেতের পাশে সাথী ফসল করেন, তাহলে আয় কয়েকগুণ বৃদ্ধি পাবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা