• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

হরিণের ফাঁদসহ সুন্দরবনের দুই চোরা শিকারী আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

মোংলায় হরিণ ধরার ফাদঁ, দুইটি মাথাসহ দুই জনতে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার রাতে চাদঁপাই ফরেষ্ট অফিস ও জয়মনি বাজার সংলগ্ন ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রেঞ্জ কার্যালয়ের সামনের জয়মনি বাজার সংলগ্ন ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মটরসাইকেলে দুই ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ পাশের খালে ছুড়ে ফেলেন। ওই দুইজনকে আটক করার পর খাল থেকে ব্যাগটি তুলে তারমধ্যে তল্লাশী করে ঞরিন ধরার ফাঁদ ও দুইটি হরিণের মাথা পাওয়া যায়। আটক দুই ব্যক্তি হলো ওবায়দুল শেখ (২৫) ও বাবু শেখ (২২)। ওবায়দুল ও বাবু আপন চাচাতো ভাই। এদের বাড়ী মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।
আটককৃতরা বনবিভাগের কাছে স্বীকারোক্তিতে বলেন, তারা এক হাজার টাকা দিয়ে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার এক ব্যাক্তির কাছ থেকে এ হরিণের মাথা কিনে নিয়ে যাচ্ছিলেন। আটককৃতদের মাধ্যমে হরিণ শিকারের খবর পাওয়ার পর রাতেই ওই চক্রের ব্যবহৃত দুইশত পিচ হরিণ শিকারের ফাঁদ জব্দ করে বনবিভাগের সদস্যরা।
বন কর্মকর্তা শহিদুল বলেন, যে দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া সুন্দরবনের চাদপাই রেঞ্জের সকল টহল ফাড়ী অফিসের বন রক্ষীদের সর্তক করে দেয়া হয়েছে টহল জোরদার করার জন্য। যাতে বন থেকে কোন বন্যপ্রানী পাচার করতে না পারে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা