• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২  

বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। 
শুক্রবার (৯ ডিসেম্বর) গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভার রওশনআরা মহিলা কলেজ এলাকায় নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তবে আটক হওয়াদের পরিবারের দাবি, বাড়ি থেকে ধরে এনে নাশকতার মামলা দেওয়া হয়েছে। 
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আটক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
আটক নেতাকর্মীরা হলেন, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্বাস উদ্দিন, শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, খাউলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম হাং, সদস্য মো. মোস্তাফিজুর রহমান, মো. সুমন খান, আব্দুর রব, মো. আবুল বাসার। 
এছাড়াও আটক হওয়া আরিফুল ইসলাম অনিক, মো. বাদল শরিফ, মো. ইমদাদুল ইসলাম হাং, মো. মিন্টু হাওলাদার ও এস এম ফেরদৌসের দলীয় পরিচয় জানা যায়নি।
মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, আটক বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ও একটি বিস্ফোরিত ককটেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা