• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুন্দরবনের দুই বাঘ লোকালয়ে, কয়েক গ্রামে আতঙ্ক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে দুটি বাঘ পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদী পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢুকে পড়ায় এ আতঙ্ক ছড়ায়। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদি পশুর কোনো ক্ষতি করেনি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বন সংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান বাড়ির লোকজন। 

এদিকে এলাকায় বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বনবিভাগ ও  সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি সিপিজি ও ভিটিআরটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তারা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে না বনে চলে গেছে। 

এর আগে পাঁচ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পাড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়। 

বনের ভোলাক্যাম্প সিপিজি সদস্য খলিল জোমাদ্দার, সাচ্চু মিয়া ও ইয়াসিন হাওলাদার জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পরছে। বনবিভাগের সঙ্গে তারা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পাযের ছাপ দেখে ধারনা করা হচ্ছে বাঘ দুটি বনে ফিরে গেছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো। সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বনবিভাগের পর্যবেক্ষণ চলবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা