• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় প্রাথমিকে ৮৬ জন শিক্ষকের যোগদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার (২৪ জানুয়ারি)  একই দিনে ৮৬ জন শিক্ষক উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেছে। এ কারণে স্কুলে স্কুলে মিষ্টির ছড়াছড়ি ও ঐ শিক্ষকদের পরিবারে আনন্দের বন্যা বইছে। স্কুল কর্তৃপক্ষ নতুন শিক্ষকদের মিষ্টিমুখ  ও ফুলের তোড়া দিয়ে  জাঁকজমক পূর্ণভাবে বরণ করেছে। সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর মাধ্যমে নির্বাচিত হয়ে ২২শে জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ শাহ আলম  ২৪  জানুয়ারি  পূর্বাহ্নে পদায়নকৃত বিদ্যালয় যোগদান করার জন্য অফিস আদেশ প্রদান করেন। ওই আদেশ মোতাবেক  শিক্ষকরা  নির্ধারিত স্কুলে গিয়ে যোগদান করেন একই দিন  উপজেলা শিক্ষা অফিসে কাগজপত্র জমা দেন।
উপজেলা সদর সংলগ্ন  ৪১ নং উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোমেনা  আক্তার এর যোগদান উপলক্ষে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রায়েন্দা  ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে এক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ প্রাথমিক  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহমান, ইউপি সদস্য শরীফ খাইরুল ইসলাম, শিক্ষক মোঃ নান্না মিয়া, মোঃ সদরুল হাসান ও নতুন চাকরিতে যোগদান কারী শিক্ষক মোমেনা আক্তার। এ সময় ওই শিক্ষিকার শাশুড়ি, স্বামী শরিফ আবদুর রহিম, দেবর রায়েন্দা ইউপি সদস্য শরীফ খাইরুল ইসলাম সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ আলম  সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, শিক্ষা বান্ধব এ সরকারের যুগান্তকারী এ পদক্ষেপের কারণে শরণখোলায় শিক্ষক সংকট দূর হলো।
উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আশরাফুল ইসলাম বলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮৬ জন শিক্ষক যোগদান করে উপজেলা শিক্ষা অফিসে কাগজপত্র জমা দিয়েছেন। এই শিক্ষক যোগদান করায় শিক্ষক সংকট  লাগব হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা