• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দেয়াল ও সানসেট চাপা পড়ে কিশোরের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে দেয়াল ও সানসেট চাপা পড়ে কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮) ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে উপজেলার কলাতলা ফকিরবাড়ি পুরাতন মসজিদ ভবন ভাঙার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত উপজেলার শৈলদাহ গ্রামের প্রবাসী বিপ্লব খানের ছেলে নয়ন খান। স্থানীয় শৈলদাহ-বাকপুর মডেল বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে।

শনিবার রাত ৮ টায় চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, নিহত নয়নের দাদা মো: বাদশা খান এদিন সকাল ১০ টায় উপজেলার কলাতলা গ্রামের ফকিরবাড়ি পুরাতন মসজিদ ভবন ভাঙতে যায়। এ সময় পৌত্র (পোতা) নয়নও তাঁর সাথে যায়। বেলা ১২ টার দিকে মো: বাদশা খান পুরাতন ভবনের সানসেটের উপর উঠে ভাঙতে থাকে। এ সময় সেখানে থাকা নয়ন খান দেওয়াল ও সানসেট চাপা পড়ে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাননচক বাজারস্থ পল্লী চিকিৎসক মনিরুজ্জামানের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল রিপোর্টের জন্য থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী ঘটনাস্থলে রয়েছেন। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা