• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ‘ঐতিহ্যের শিবপুর শিব মন্দির গ্রন্থ’র মোড়ক উন্মোচন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটের “ঐতিহ্যের শিবপুর শিব মন্দির” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর মন্দির প্রাঙ্গনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দজী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি সন্দিপ কুমার।
এসময় শিবপুর শিব মন্দির কমিটির সভাপতি বিষ্ণুপদ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিভাস রায়, প্রদীপ বসু শন্তুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক পার্থ দেব সাহার রচনা এবং মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ বসু শন্তুর প্রকাশিত বইটিতে প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়া শিব, শিব মূর্তি ও বাগেরহাট শহরের ঠাকুর দীঘির বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে এই বইয়ে। বইটি পড়লে শিব বাড়ি মন্দির ও শিব মুর্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা