• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় খালে পড়ে মারা গেছে ১৯ মাস বয়সী আইমান খাঁন নামে এক শিশু। শিশুটিকে কাল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন চিকিসৎক। ঘটনাটি ঘটেছে রোববার  (১৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে। নিহত আইমান ওই গ্রামের হাফেজ মাহামুদুল হাছানের ছেলে। 
শিশুটির চাচা মো. শাহিন খান জানান, তাদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। একারণে বাড়ি ভর্তি মেহমান। সাবাই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে। শিশুটি কখন যে বাড়ির পেছনের খালে গিয়ে পড়েছে তা কেউ টের পায়নি। দুপুর দেড়টার দিকে আইমানকে কোথাও না দেখে খোঁজাখুজি শুরু হয়। একপর্যায়ে খালে তল্লাশি করে তাকে পাওয়া যায়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা