• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিনদিনের প্রশিক্ষণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় তথ্য অধিকার এবং স্থানীয় সরকারের দায়িত্ব ও কর্তব্য বিষয় সক্ষমতা বৃদ্ধিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি করনে কণ্ঠস্বর বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ সিএনআরএস এর আয়োজনে রায়েন্দা ইউনিয়ন পরিষদে গত শনিবারে প্রশিক্ষণ শুরু হয়।

প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: এম আরাফাত হোসেন ও মাঠ সহায়তাকারী আজহারুল হক প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষনের উদ্বোধন করেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ জালাল আহমেদ রুমি। প্রজেক্ট কো-অর্ডিনেটর আরাফাত হোসেন বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল দুর্যোগ প্রবণ এলাকা বাগেরহাট ও খুলনা জলবায়ু প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ এলাকার বিপুল সংখ্যক জনগোষ্ঠী প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আক্রান্ত হয়। ইভলভ প্রকল্পটি কমিউনিটি বেইজ অর্গানাইজেশন (সিবিও)  সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ও নেটওয়ার্কের সাথে কাজ করবে যাতে তারা ইউনিয়ন পরিষদ এবং নীতি নির্ধারকদের কাছে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং নারীদের কণ্ঠস্বর পৌঁছে দিতে সক্ষম হয়। এ প্রকল্পটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়ে জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে অবদান রাখবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা