• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় বন্ধ ঘর থেকে বাক প্রতিবন্ধীর যুবকের লাশ উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় রুহুল আমীন আকন (৪২) নামে বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪মার্চ) সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

আগেরদিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর বাজারসংলগ্ন আজাদ সেপাইর বাড়ির একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুহুল আমীন মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের রুস্তম আলী আকনের ছেলে। স্থানীয় সূত্র জানা গেছে, রুহুল আমীন প্রায় চার বছর আগে শরণখোলার রাজাপুর এলাকায় আসেন। বাজারের পূর্ব পাশে আজাদ সেপাইর বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতেন। সে ঠিকমতো কথা বলতে (বাক প্রতিবন্ধী) পারতেন না। যখন যে কাজ পেতেন তাই করতেন। কিন্তু গত বুধবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই খবর জানতে পেরে তার ভাই রনি আকন সন্ধ্যা (শুক্রবার) সাড়ে ৬টার দিকে খোঁজ নিতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের নিয়ে দরজা খুলে ভেতরে তার ভাইয়ের মৃতদেহ দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা।    

শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর বাজারের পূর্ব পাশের আজাদ সেপাইর বাড়ি একটি ঘর থেকে বাক প্রতিবন্ধী রুহুল আমীনের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারেরও কোনো অভিযোগ নেই। তবুও মৃত্যু কারণ উদঘাটনে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা