• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে ছেলের নির্যাতনের বিচার চেয়েছেন মা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে এক অবাধ্য ছেলের বিচারের দাবীতে অশীতিপর বৃদ্ধা জরিনা বেগম জেলা পুলিশ সুপার বরাবর ছেলে কর্তৃক মারপিট ও ঘর দরজা ভাংচুরের একটি অভিযোগ দায়ের করেছেন। ২৫ জুলাই এ অভিযোগটি দায়ের করা হয়েছে বলে জানাগেছে। জরিনা বেগম উপজেলার আড়-য়াবর্ণী ডর পাড়া গ্রামের মৃতঃ আমজাদ শেখের স্ত্রী। 
অভিযোগ সূত্রে জানাগেছে, তার অবাধ্য পুত্র মোস্তাক শেখ মা’ জরিনা বেগমের দেখা শুনা করেননা। খেতে পরতে বা কোন প্রকার ভরন পোষন দেননা। জরিনা বেগমের নামে কিছু জমি কেনা আছে,  ওই জমি তিনি নগদ টাকায় রাখিয়া এবং কিছু অংশে ঘের ভেড়ী করে জীবিকা নির্বাহ করে আসছেন। বিগত  ১মাস পুর্বে ছেলে মোস্তাক ব্র্যাক এনজিও থেকে ১লক্ষ টাকা লোন উত্তোলন করবেন বলে মা’ জরিনাকে ব্র্যাকের জামিনদার থাকতে বলেন। জামিনদার থাকতে অপারগতা প্রকাশ করায় ছেলে মোস্তাক মা’ জরিনা বেগমকে মারপিট করাসহ তার ঘর-দরজা ভাংচুর করে।
ঘটনাটি চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে জানানো হলে তিনি ছেলে মোস্তাকের বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করে ঘর-দরজা মেরামত করতে নির্দেশদেন। কিন্তু ওই সালিশ কর্নপাত না করে ছেলে মোস্তাক শেখ তার মা জরিনা বেগমের প্রতি বিরুপ ক্ষিপ্তহয়।
 এব্যপারে জরিনা বেগম ছেলে মোস্তাকের অত্যাচার নির্যাতন ও শান্তিতে বসবাস করতে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের  প্রতি জোর দাবী জানিয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা