• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে লাল তীর সীডের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ মে ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে লাল তীর সীডের শসা আগাম-৩৫ জাতের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খলিশাখালী মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের কনসালট্যান্ট কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার জুন্নুন রহমান, রিজিওনাল ম্যানেজার ফখরুদ্দিন আহম্মেদ সুমন, পরিবেশক তপন কুমার মন্ডল, টেরিটরি ম্যানেজার সাইফুল ইসলাম। 
সাবেক স্কুল শিক্ষক ননী গোপাল হীরার সভাপতিত্বে এ সময় কৃষাণী দুলালী মজুমদার বলেন, ‘আমি লাল তীরের এই আগাম-৩৫ জাতের শসা চাষ করে অনেক ফলন পেয়েছি। এই জাতের শসা গিঁটে গিঁটে ফলন ধরে এবং দেখতে অনেক আকর্ষণীয়। এই জাতের শসা বাজারে বেশি দামে বিক্রি হয়। এই জাতটি অনেক তাপমাত্রা সহনশীল। আমরা এখন থেকে আগাম-৩৫ জাতের শসা চাষ করবো।’ 
অনুষ্ঠান শেষে কৃষাণী দুলালী মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন লাল তীর সীড লিমিটেডের কর্মকর্তারা।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা