• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে পাচারের সন্দেহে ২২ বস্তা ওএমএসের চাল জব্দ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

জেলার মোরেলগঞ্জে ওএমএসের চাল পাচার সন্দেহে ২২ বস্তা চাল জব্দ করা হয়েছে। শনিবার (২৭ মে) বিকেলে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৬ মে) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব চাল জব্দ করে ইউপি সদস্য মো. হারুন শেখ ও চৌকিদারের হেফাজতে রেখেছেন।
ইউপি সদস্য মো. হারুন শেখ বলেন, শুক্রবার বিকেলে ১৫ টাকা কেজি দরের এ চাল স্থানীয় ডিলারের ছেলে সাবেক মেম্বর মো. সোহাগ সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে ভিন্ন বস্তায় ঢুকিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এমন অভিযোগে স্থানীয়রা ওই চাল আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।
জব্দ চালের বিষয়ে সাবেক মেম্বর সোহাগ বলেন, ট্রলারে সাড়ে ২৭ বস্তায় ১ হাজার ৩৭৫ কেজি চাল ছিল। এগুলো তার খোরাকির চাল। টাকার প্রয়োজনে বিক্রি করতে বাজারে পাঠনোর সময় তার শত্রু পক্ষের লোকেরা তা আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, জব্দ করা ২২ বস্তা চালের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদি এসব চাল ১৫ টাকা কেজি দরের হয়ে থাকে তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা