• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুযায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওয়ার্কশপ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ জুন ২০২৩  

কচুয়ায় মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম(ঝঊউচ) এর ১ দিনের এক ওয়ার্কশপ উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। গতকাল কচুয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাসমিনা খাতুনের সভাাপতিত্বে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: মেহেদি মান্না। ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সরকারি মহিলা কলেজ খুলনা কানিজ লায়লা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একােিডমিক সুপারভাইজার মোড়েলগঞ্জ বাকী বিল্লাহ,অধ্যক্ষ কচুয়া ডিগ্রি কলেজ শুধঙ্কু শেখর অধিকারী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ হরপ্রসাদ মিস্ত্রী, সাবেক সংসদ পত্মী ও সভাপতি পরিচালনা পর্ষদ কচুয়া বালিকা বিদ্যালয় ফরিদা আক্তার বানু (লুচি),সভাপতি গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় ও ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সভাপতি পরিচালনা পর্ষদ এসএম আবু বক্কার সিদ্দিক,আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সভাপতি পরিচালনা পর্ষদ টেংরাখালী হোসেনিয়া সিনিয়ার মাদ্রাসা শিকদার কামরুল হাসান কচি সহ উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন এবং সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান  পরিচালনা পর্ষদের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা