• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য গেল পোল্যান্ডে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি মারেস্ক কিনঝো’। মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটি থেকে গার্মেন্টস পণ্যবোঝাই ২০ ফুটের ১০টি কনটেইনার নিয়ে ছেড়ে যায় জাহাজটি।
জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়্যার লিমিটেড, এপেক্স লিংগারি লিমিটেড, এপেক্স স্পিনিং লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, ফ্লামিংগো ফ্যাশান লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, লিবার্টি নিটওয়্যার লিমিটেড, এ কে এম নিটওয়্যার লিমিটেড, স্টালিং ডেনিমস লিমিটেড, স্টালিং স্টাইলস লিমিটেডের বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, ট্রাউজারসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য গেছে পোল্যান্ডে।
মূলত পদ্মা সেতু চালুর পর থেকেই ঢাকার গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়। পদ্মা সেতু চালুর পর সর্বপ্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় ২০২২ সালের ২৭ জুলাই। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার পঞ্চম চালানে গার্মেন্টস পণ্য গেল বিদেশে।
এর আগে মোংলা বন্দর দিয়ে পোল্যান্ড ও ইউরোপে যায় ঢাকার গার্মেন্টস পণ্য। এছাড়া আগামী ২২ জুন এমভি ‘মারস্ক মোংলা’ নামের আরেকটি জাহাজে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তারমধ্যে মোংলা বন্দর। পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে এ বন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা