• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

কচুয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (ঝঙউ) এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে “দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক” ১দিনের এক প্রশিক্ষন কর্মশালা গতকাল সকাল ৯টায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাসমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (গবেষনা) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা কাজী মো: বদরুজ্জামান।কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু। কর্মশালায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম. কৃষি কর্মকর্তা মো: মামুনর রশিদ,সমাজসেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান,উপজেলা প্রকৌশলী মো: আনিসুর রহমান,বিআরডিবি কর্মকর্তা মো: বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোসা: শামসুর নাহার,কচুয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক,কচুয়া সদর ইউনিয়ন  চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,মঘিয়া চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,বাধাল চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ,ধোপাখালী চেয়ারম্যান মো: মকবুল হোসেন,রাড়িপাড়া চেয়ারম্যান নাজমা আক্তার,যুব উন্নয়ন অফিসার জাহিদুর রহমান,বনিক সমিতির সভাপতি ভুঁইয়া মনিরুল ইসলাম, সাংবাদিক সমীর বরন পাইক,গোলাম শোকরানা আজাদ হোসেন বালী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,চেয়ারম্যান, সাংবাদিক ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।   

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা