• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে পাট চাষীদের প্রশিক্ষণ ও সার বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জুন ২০২৩  

বাগেরহাটের মোল্লাহাটে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কৃষকদের মাঝে পাট চাষের প্রয়োজনীয় সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা হতে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে সার বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, খুলনা-বাগেরহাট পাট উন্নয়ন কর্মকর্তা (অদা) বাসুদেব হালদার, মোল্লাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক ও শফিউল আজম নিশান প্রমূখ। মোট ৭৫ জন পাট চষিকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা