• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে পরিবারের শাসন মানতে না পেরে আত্মহত্যা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩  

বাগেরহাটের মোল্লাহাটে পরিবারের শাসন মানতে না পেরে সাব্বির নামে মাদকাসক্ত এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার কদমতলা গ্রামে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ ঘরের বারান্দায় টিনের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে। সাব্বির শেখ (২২) ওই গ্রামের (সৌদি প্রবাসী) জগলুল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসী জগলুল শেখ গোপালগঞ্জের হরিদাশপুর গ্রামে শশুর বাড়ির এলাকায় জমি কিনে বাড়ি করেছে। ওই বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান (এক ছেলে এক মেয়ে) বসবাস করে। দুই সন্তানের মাঝে সাব্বির বঙ্গবন্ধু কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পিতা বিদেশ থাকায় এবং মায়ের অসতর্কতায় মাদকাষক্ত হয়ে পড়ে সাব্বির। ঘটনার আগে মঙ্গলবার দিনব্যাপী কয়েক দফায় সাব্বিরকে শাসন করতে মার পিট করে তাঁর মা ও মামারা। এতে সাব্বির ক্ষুব্ধ হয়ে বাড়িতে ভাংচুর করে। একপর্যায়ে সাব্বিরের মা আরিফা ও নানা বাদশা কাজী গ্রামের বাড়ি কদমতলায় ফোন করে নিকটাত্মীয়দের গোপালগঞ্জে ডাকে। ওই ডাকে সাব্বিরের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফয়জুল হক মুকুল গোপালগঞ্জে যান এবং মা আরিফাসহ সকলের অনুরোধে সাব্বিরকে কদমতলা গ্রামে নিয়ে আসেন। এরপর নির্জন ঘরের দরজা বন্ধ করে বারান্দার টিনের চালার সাথে জর্জেটের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সাব্বির। দরজা বন্ধ দেখে এবং ডাকলে কোন সাড়া শব্দ না পাওয়া টিনের বেড়া খুলে ঝুলন্ত অবস্থায় সাব্বিরকে পাওয়া যায়। এরপর দ্রুত নামালেও ততক্ষণে মারা যায় সাব্বির।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা