• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাল্যবিবাহের অপরাধে জামাইয়ের জেল, শাশুড়ির জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩  

কচুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহের অপরাধে জামাইয়ের এক মাসের জেল ও শাশুড়িকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জামাই মো.মাসুদ হাসান (৩১) সাতক্ষিরা জেলার কাশিমপুর এলাকার মো.আকবার আলীর ছেলে। অপরজন শাশুড়ি উপজেলার টেংরাখালী গ্রামের মন্টু শেখের স্ত্রী হালিমা বেগম(৩৮)।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মো.জাকির হোসেন বলেন, ১৪ বছরের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে করার অপরাধে জামাই মো.মাসুদ হাসানকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের সহায়তার অপরাধে মেয়ের মা হালিমা বেগম এর ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাল্যবিবাহ রুখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ নির্বাহী হাকিম মো.জাকির হোসেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা