• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে ইউপি সচিবকে ইউএনও‍‍`র শোকজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিবকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। নোটিশ পাওয়ার ৭ কর্ম দিবস পার হয়ে গেলেও কোন লিখিত জবাব দেননি ইউপি সচিব।

জানা যায়, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সরকারি অংশের সন্মানিভাতা অবৈধভাবে সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উত্তোলন করা এবং সেই টাকা চেয়ারম্যান ব্যাতিত অন্য কোন সদস্য কেন এখনো জমা দেননি এবং চলমান দায়িত্বে থাকা অত্র ইউনিয়নের  নবনির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্যদের হালনাগাদ তথ্য এখোনো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ করেননি ইউপি সচিব সালাহ উদ্দিন। 

নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্যদের নিকট পাওনা সরকারি অর্থ ১৭ হাজার ৮ শত ৬০ টাকা। ইউপি সচিবকে উক্ত টাকা সরকারি দপ্তরের নিদিষ্ট একাউন্টে জমা করার জন্য বার বার লিখিত আদেশ দিলেও তিনি ব্যার্থতার পরিচয় দিয়েছেন।

গত (২৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাক্ষরিত শোকজ নোটিসে বলা হয়, সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ চাকুরী বিধিমালা ২০১১ এর ৩৩,৩৪,৩৫ ধারা অনুযায়ী ইউপি সচিব এর বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণসহ ৭ কর্ম দিবসের মধ্যে ইউপি সচিব সালাহ উদ্দিনকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য রিপোর্ট লেখা পর্যন্ত শোকজের জবাব দেননি ইউপি সচিব।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা