• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে ৮৫টি মুক্তিযোদ্ধা পরিবারে জলাধার বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৩ হাজার লিটারের ৮৫টি বৃষ্টির পানি সংরক্ষণের রেইন ওয়াটার হার্ভেস্টিং জলাধার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও ওয়াটসান কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম। আলোচনা শেষে উপকূলীয় মোরেলগঞ্জ উপজেলায় লবণ পানি দূরীকরনে সুপেয় পানি ব্যবহারে বৃষ্টির পানি ধরে রাখতে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করা হয়। 
প্রধান অতিথি এড. আমিরুল আলম মিলন বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় বাস্তবায়নে শেখ হাসিনা সরকারের আমলেই জাতীর শ্রেষ্ঠ সন্তানদেরকে  সম্মানিত করা হয়েছে। স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের সরকারকে আবারও ভোট দিয়ে বিজয় করতে হবে। “যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ”।    

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা