• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে চাকরি দেয়ার নামে ধর্ষণ ও হয়রানির অভিযোগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩  

বাগেরহাটের মোরেলগঞ্জে চাকরি দেয়ার নামে এক নারীকে আটকিয়ে দিনের পর দিন ধর্ষণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। পরিবারের পক্ষে ভুক্তভোগীর বোন মোরেলগঞ্জ প্রেস ক্লাবে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, দুর্নীতির দায়ে চাকরিচ্যুৎ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে জেলা রেজিস্ট্রার মো. ফজলার রহমান তার বোনকে ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার অফিসে চাকরি দেয়ার নামে তার বাসায় নিয়ে গৃহপরিচারিকার কাজ করাতেন। এভাবে নানা ছলচাতুরী ও কালক্ষেপণ করতে থাকেন। পরে তার বোনকে বিয়ের আশ্বাসে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করেন। প্রতারণা বুঝতে পেরে তার বোন ২০১৭ সালে পালিয়ে নিজের বাড়িতে চলে আসেন। পারিবারিক আত্মসম্মান রক্ষার্থে বোনকে বিয়ে দেয়া হয়। বিষয়টি ফজলার জানতে পেরে ক্ষিপ্ত হয়ে তাদেরকে একের পর এক মিথ্যা মামলায় জড়াতে থাকেন। তিনি আরও জানান, দুর্নীতির দায়ে চাকরিচ্যুৎ  বাগেরহাট জেলা থেকে জেলা রেজিস্ট্রার ফজলার রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের ভালুকা উপজেলা সাব-রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতির দায়ে ৬টি ও ফরিদপুর নিজ গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করায় দুদকে ১টি মামলাা হয়। অভিযোগের বিষয়ে ফজলার রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগ কেটে দেন।

পরবর্তীতে তার মুঠোফোনে আবারো যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা