• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রধানমন্ত্রীর খুলনায় সফর উপলক্ষে রামপালে আ’লীগের কর্মী সমাবেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় সফর উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পেড়িখালী বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইজারদার হুমায়ূন কবির’ র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরামুল কবীর কচি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে এক কানা কড়ির ও উন্নয়ন করেনি বিএনপি-জামায়াত জোট সরকার। তারা যখন ক্ষমতায় ছিল, তখন সাধারণ মানুষ অনেক কষ্টে জীবন যাপন করতেন। তারা নিরীহ মানুষের মৎস্য ঘের লুট করেছে। সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে শান্তিতে ঘুমাতে পারে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন । তাই দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে এবং শেখ হাসিনা যে প্রার্থীকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য আগামী ১৩ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন। সে জনসভায় রামপাল-মোংলা থেকে বিপুল সংখ্যক জনসমাগম ঘটানোর জন্য উপমন্ত্রী নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা