• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

উপসচিব হলেন কচুয়ার প্রথম নারী ইউএনও সহ ২৪০ জন কর্মকর্তা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

উপসচিব পদে পদোন্নতি পেলেন কচুয়ার প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা। এবার সিনিয়র সহকারী সচিব সমপদের ২৪০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছেন সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (১১ নভেম্বর) তাদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি আদেশ জারি করেছে। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত নয়জন কর্মকর্তা রয়েছেন। নিয়মানুযায়ী, পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে। তবে সাধারণত আগের পদেই তাদের পদায়ন করা হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন। ছাড়া অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। পদোন্নতির তালিকায় সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবরা (পিএস) স্থান পেয়েছেন।জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদের পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ২৯তম ব্যাচকে মূল বিবেচনায় নেওয়া হয়। ছাড়া পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও রয়েছেন। পদোন্নতির পর উপসচিব পদে মোট কর্মকর্তার সংখ্যা হয়েছে এক হাজার ৭১৮ জন, যা বিদ্যমান পদের চেয়ে কয়েক গুণ বেশি।

সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হবে। এর আগে গত বছরের নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা