• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে পরিবেশবান্ধব কৃষি উৎপাদনে যুবদের ৭ ভাবনা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

বাগেরহাটে পরিবেশ বান্ধব কৃষিজ উৎপাদন নিশ্চিত করতে ৭টি পদক্ষেপ গ্রহনের সুপারিশ করেছেন যুবরা। শনিবার (১৮ নভেম্বর) শহরের এসিলাহা মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ কর্মশালায় বাধন মানব উন্নয়ন সংস্থার ইয়ুথ সদস্যরা পরিবেশ বান্ধব মডেলগুলো উপস্থাপন করেন।

 


সুপারিশগুলো হচ্ছে, রাসয়নিক সার কীটনাশকের পরিবর্তে জৈব সার বালাই নাশক ব্যবহার নিশ্চিত করা, ভার্মি কম্পোস্টের ব্যবহার বৃদ্ধি, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, মালচিং পদ্ধতিতে সবজি মশলা চাষ, সার্জন পদ্ধতিতে সবজি, চাষাবাদে কোকোপিটের ব্যবহার, নিরাপদ সবজি কৃষি উপকরণ বিপনন কেন্দ্র স্থাপন করা যুবকদের ভাবনা, স্থানীয় কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা, কৃষির সাথে সম্পৃক্ততা বৃদ্ধি স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে এসব সুপারিশ করা হয়েছে বলে জানান কর্মশালায় অংশগ্রহনকারী যুবকরা। এই কর্মযজ্ঞে বিভিন্ন এলাকার শতাধিক যুবক-যুবতী অংশগ্রহন করেন।


বাধন মানব উন্নয়ন সংস্থা এ্যাকশন এইডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। কর্মশালায় আরও বক্তব্য দেন, কৃষি সপ্রসারণ অধিদপ্তর বাগেরহাটের কৃষি প্রকৌশলী লুনা রাণী মল্লিক, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন,ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, এ্যাকশন এইডের প্রতিনিধি আরিফ সিদ্দিকি প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহনকারী যুবক শেখ জিয়াদ বলেন, বাধনের সহযোগিতা পরামর্শে আমরা কয়েকমাস ধরে কৃষকদের সাথে কথা বলেছি। বিভিন্ন কৃষি ক্ষেত পরিদর্শণ করেছি। নিজেরাও ছোট ছোট আকারে পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনের চেষ্টা করেছি। এসব অভিজ্ঞতার আলোকে আমরা ৭টি সুপারিশ করেছি। এসব বিষয় মানলে পরিবেশ বান্ধব কৃষি পন্য উৎপাদন সম্ভব।


কর্মশালা শেষে ২০ জন যুব জনগোষ্টিকে পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনে উদ্ভুদ্ধকরনে বাধন এ্যাকশন এইডের পক্ষ থেকে অফেরতযোগ্য লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা