• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংকারের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

বাগেরহাটে হামীম পরিবহন নামে এক বাসের চাকায় পিষ্ট হয়ে শেখ কাজল (২৮) নামে এক ব্যাংকার নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাট- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

কাজল কলাবারিয়া বিষ্ণুপুর এলাকার সত্তার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল পিরোজপুর ব্যাংকে যাচ্ছিলেন কাজল। পথে দ্রুতগামী হামিম পরিবহন তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাজল নিহত হন।

ওসি মো. মহসিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা