• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩  

শরণখোলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধনী করা হয়। সকাল আটটায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর মুরালে শরণখোলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, শরণখোলাপ্রেসক্লাব, শরণখোলা থানাসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সকাল ৯ টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
বাংলাদেশ পুলিশ, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা,বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার,এম এ খালেক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তাসহ নেতৃবৃন্দ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা