• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শেখ হেলালের নৌকার প্রচারণায় সাবেক এমপি হেপী বড়াল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাট-১ আসনে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা নিয়ে বাগেরহাট-১ সংসদীয় আসন গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮২১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের শেখ হেলাল উদ্দীন এমপি (নৌকা), তৃণম‚ল বিএনপির মোঃ মাহফুজুর রহমান (সোনালী আঁশ), জাতীয় পার্টির (জাপা) মোঃ কামরুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাসুদেব গুহ (আম) ও বাংলাদেশ কংগ্রেস-এর এইচ এম আতাউর রহমান আতিকী (ডাব)। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা বাড়ছে। এ থেকে পিছিয়ে নেই চিতলমারী উপজেলার নৌকার নেতাকর্মিরা। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজারে শেখ হেলাল উদ্দীন এমপি’র নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেপী বড়াল। তিনি সকলের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।

এ সময় তার সাথে চিতলমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান ও যুবলীগ সদস্য শান্তুনু রানা রূবলসহ দলীয় নেতাকর্মিরাও ভোট এবং আশির্বাদ কামনা করছেন।

এ ব্যাপারে সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেপী বড়াল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা পঞ্চমবারের মত পুনরায় যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ ও জনগনের সেবা করার সুযোগ পান সে জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। সেই সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা