• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট-৩ আসনের মোংলায় নৌকার অফিসে ঈগলের কর্মীদের হামলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

বাগেরহাটের মোংলায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ইজারাদারের কর্মীদের বিরুদ্ধে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও পোস্টার ছেড়ার অভিযোগ উঠেছে। হামলায় নৌকা প্রতীকের অন্তত ৩ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ঈগল প্রতীকের কর্মী এনামুল সরদারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এতে নৌকা প্রতীকের কর্মী মহসিন, ফারুক ও জাহিদুল আহত হয়েছেন।
নৌকা প্রতীকের কর্মী বেল­াল সরদার জানান, শুক্রবার রাতে ঈগল প্রতীকের কর্মী এনামুল সরদারের নেতৃত্বে বেশ কিছু লোক চিলা বাজার এলাকায় নৌকা প্রতীকের অফিসে হামলা চালায়। এ সময় তারা পোস্টার ছেড়ার পাশাপাশি চেয়ার ভাঙেন এবং নৌকার কর্মী মহসিন, ফারুক ও জাহিদুলকে মারধর করেন। এ সময় ঈগল প্রতীকের প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের ভাই বুলবুল ইজারাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

এদিকে খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হাবিবুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
এর আগে গত সপ্তাহে কয়েক দফায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় পৌর শহরসহ উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কয়েকজন কর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় এখনও শেখ সাদী বাদল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়া ঈগল প্রতীকের কর্মীদের হামলায় রামপালেও নৌকা প্রতীকের কয়েকজন কর্মী আহতের খবর রয়েছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে।
এদিকে নৌকার লোকজনের অভিযোগকে অপপ্রচার দাবি করে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার বলেন, কোন হামলা হয়নি। নির্বাচনের আগ মুহূর্তে অপপ্রচার চালাচ্ছেন তারা। বরং আমার লোকজনকে হুমকি-ধামকি দিচ্ছে নৌকার লোকজন। মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে যেসব মামলা দায়ের হয়েছে সেসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা