• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীর ১৮৫ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পেল ২৬ হাজার শিক্ষার্থী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

বাগেরহাটের চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সারাদেশের ন্যায় এ উপজেলায় এ বছর ২৬ হাজার ৩৯৮ জন শিক্ষার্থীর হাতে বছরের প্রথমদিন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে রোববার (০১ জানুয়ারী) সকাল ১০টা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করেছে।

এদিন সকাল ১১ টায় ৪৯ নং সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বই বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

বিদ্যালয়ের সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মানষ তালুকদার, সাংবাদিক সেলিম সুলতান সাগর ও অভিভাবক কমিটির সদস্য আমেনা বেগম।

এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কল্যানী রানী বাড়ৈ, সহকারি শিক্ষক কাবেরী দেবনাথ, আরিফা সুলতানা, লিলি মজুমদার ও জাকিয়া খানম। বই বিতরণ অনুষ্ঠানে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুননেছা জানান, এ বছর আনন্দঘন পরিবেশের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এ বছর মাধ্যমিকে ১৪ হাজার ৪২০ জন শিক্ষার্থীকে বই দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করেছি। বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমরা প্রাথমিকে ১১ হাজার ৮৯৮ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিয়েছি।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা