• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বিএনপি ও সিপিডি বাজেটের তিনটি সমালোচনা করে: তথ্যমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ও সিপিডি প্রতি বছর বাজেট নিয়ে একই ধরনের সমালোচনা করে। তারা মূলত তিনটি সমালোচনা করে থাকে। তা হলো— এ বাজেট উচ্চাভিলাষী,এ বাজেট বাস্তবায়নযোগ্য নয় ও এ বাজেট গরিব মানুষের কোনও কল্যাণে আসবে না।’

আজ দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ থেকে নেমে ২০ শতাংশ হয়েছে। মাথাপিছু আয় এক হাজার ৬০০ ডলার থেকে বেড়ে দুই হাজার ডলারে দাঁড়িয়েছে। অর্থনীতির এ সূচকগুলো কি কল্যাণের চিত্র বহন করে না?’

বাজেট বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে বাজেট বাস্তবায়নের হার ৯৫ শতাংশ। উন্নয়ন বাজেট বাস্তবায়নের হার ৯০ শতাংশ। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাজেট বাস্তবায়ন ও কল্যাণ না হলে এই অর্জনগুলো এলো কীভাবে? আমরা ক্ষমতায় আসার সময় ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। এখন বাংলাদেশে খাদ্য উদ্বৃত্ত থাকে। ১৫ থেকে ২০ লাখ টন চাল রফতানির পরিকল্পনা রয়েছে সরকারের। স্বপ্নহীন মানুষ যেমন বেশি দূর আগায় না। স্বপ্নবিহীন রাষ্ট্রও তেমন বেশি দূর যেতে পারে না। শেখ হাসিনা উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। একদিন এই স্বপ্ন বাস্তবায়ন হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ও সিপিডির গবেষণা সমালোচনা করার জন্য। বিশ্বব্যাংক যেখানে বলছে, বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সেখানে সিপিডি কোনও কল্যাণই দেখে না। সিপডি কি বিশ্বব্যাংকের চেয়েও বড় গবেষণা প্রতিষ্ঠান হয়ে গেল?

তথ্যমন্ত্রীর দৃষ্টিতে এ বাজেট কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘এ বাজেট অত্যন্ত চমৎকার। আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপির আকার বেড়েছে চারগুণ। বাজেটের আকার বেড়েছে আটগুণ। সেখানে করদাতার সংখ্যা সেভাবে বাড়েনি। কাজেই এ বাজেটে করদাতার সংখ্যা এক কোটিতে উন্নীত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যুগান্তকারী। এ বাজেট শিল্পবান্ধব ও ব্যবসাবান্ধব।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা