• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ: ওবায়দুল কাদের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচনবিরোধী অপতৎপরতার জবাব দিতে ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার নোয়াখালীর কবিরহাটে চাপরাশিরহাটের পথসভায় এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিএনপি কোনো প্রার্থী ও নামি কোনো নেতাকে হত্যার জন্য কিলিং এজেন্ট তৈরি করছে। লন্ডন থেকে নির্দেশ আসছে। তারেক রহমানের সাহস নেই, থাকলে দেশে আসুক, তখন বুঝা যাবে।’ তিনি বলেন, ‘আজকে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে নির্বাচন পণ্ড করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। বিএনপি নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত।’

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ৩ নভেম্বর জেলহত্যা করেছে মোশতাক-জিয়াউর রহমান। তারেক রহমান, খালেদা জিয়া ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। যেখানে আইভি রহমানসহ ২৩টি প্রাণ ঝরে গেছে। আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এদেরকে প্রতিরোধ করতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ অস্ত্রবাজি, গোলাবাজিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের অস্ত্র জনগণ। জনগণের শক্তিতেই ৭১-এর মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের আন্দোলন করেছি। ৭ জানুয়ারি শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো বিজয়ী হবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কাউকে ভয় পায়নি। এ নির্বাচনে যত বাধাই আসুক, বিদেশি শক্তি নির্বাচন নিয়ে পরামর্শ দিলে আমরা শুনব, কিন্তু বিএনপির সুরে উসকানি দিলে মেনে নেব না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বরিশালে শেখ হাসিনার সমাবেশ প্রমাণ করে, এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। এই নির্বাচন বাধা দিয়ে ঠেকানোর ক্ষমতা কারো নেই।’

পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি লালকার্ড খেয়ে পালিয়ে গেছে। এখন লিফলেট বিতরণের আন্দোলন করে। বিএনপির কোমর, হাঁটু ভেঙে গেছে, আর দাঁড়াতে পারবে না।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা