• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লোডশেডিংয়ে অতিষ্ঠ নওগাঁবাসী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ মে ২০১৯  

লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ নওগাঁবাসী। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ এলাকাবাসী। কর্তৃপক্ষের কাছে বারবার বলেও কোনও সুরাহ হয়নি। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বলেছে, কোনও লোডশেডিং নেই। হঠাৎ করে বাড়তি চাপের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

লোডশেডিংয়ের কারণে অফিস-আদালতেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ৬ মে থেকে থেকে লোডশেডিং শুরু হয়েছে। দিনে কমপক্ষে দিনে ১২-১৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে দিনে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করায় কল-কারখানায়ও ঠিকভাবে কাজ হচ্ছে না। প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি সমস্যায় পড়েছেন।

শহরের বালুডাঙ্গার রিকশা চালক ফারুক হোসেন বলেন,’সারাদিন রিকশা চালায়ে বাড়িতে ফিরে দেখি বিদ্যুৎ থাকে না। এত গরম বিদ্যুত না থাকায় রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না।’

শহরের বাঙ্গাবাড়ীয়া এলাকার স্কুলছাত্রী নওশিন বলে,  ‘সারাদিনে ১০-১২ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। ঠিকভাবে লেখাপড়া করতে পারছি না। যখনি পড়তে বসি বিদ্যুৎ চলে যায়।’

মাস্টারপাড়ার বাসিন্দা আইজুল হক বলেন,  ‘রাত-দিন সব সময় লোডশেডিং চলছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছি।  বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এটার সুষ্ঠু সমাধান হওয়া দরকার।’

সুলতান বলেন, ‘নওগাঁতে বিদ্যুৎ তো যায় না মাঝে-মাঝ আসে। গরম পড়ার পর থেকে  দিন রাত সব সময় বিদ্যুৎ থাকে না।’ 

এ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নওগাঁর নর্বাহী প্রকৌশলী মোহম্মদ মুনরি হোসেন বলেন,  ‘রমজানে বিশেষ করে বিকাল ও সেহেরিতে একই সময় রান্না করা হচ্ছে। এতে করে ট্রান্সফর্মারে লোড পড়ছে। ফলে শহরের উকিলপাড়া, ডিগ্রির মোড় ও কাঁঠাল তলাতে ট্রান্সফরমার পুড়ে গেছে। গত ৩ দিন থেকে  ট্রান্সফরমার বেশি পুড়ে যাচ্ছে। ফলে বিদ্যুৎতের সমস্যা হচ্ছে।’

তিনি বলেন,  ‘বর্তমান আমার হাতে আর কোনও ট্রান্সফরমার নেই। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের চেষ্টার কোনও ক্রটি নেই। আমরা সর্বোচ্চ ভালো সেবা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ও চাহিদার কোনও সমস্যা নেই।’

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা