• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব্য, এক বছরে নিহত শতাধিক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২  

কুমিল্লার পাড়া-মহল্লায় দেশি-বিদেশি অবৈধ অস্ত্রের ঝনঝনানী। মাথা চাড়া দিয়ে উঠছে কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনা নিয়েও ঘটছে প্রাণহানির মতো ঘটনা। জেলায় গত এক বছরে কাউন্সিলরসহ খুন হয়েছে শতাধিক মানুষ। যদিও পুলিশের দাবি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে তারা।

কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা যায় আধিপত্যের লড়াই। এসব সংঘর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার চোখে পড়ার মতো। সিসি ক্যামেরায় অস্ত্রধারীদের দেখা গেলেও বেশিরভাগ সময়ই তারা থাকছে ধরা-ছোঁয়ার বাইরে।

এলাকায় আধিপত্য ধরে রাখতে ব্যবহার করা হচ্ছে উঠতি বয়সীদের। এ কারণে পাড়া-মহল্লায় গড়ে উঠেছে কিশোর গ্যাং। তাদের দৌরাত্ব্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। সচেতন মহলের মতে, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কিশোররা জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব অপরাধে। এর প্রভাব পড়তে পারে আগামী সিটি নির্বাচনেও। কিশোর গ্যাংগুলোকে যারা শেল্টার দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার ওপর জোর দিয়েছেন সচেতন নাগরিকরা।

এ নিয়ে আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, আগামী সিটি নির্বচনেও এর প্রভাব পড়তে পারে। এসব কিশোর গ্যাংগুলো সাধারণ স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের সাথে যুক্ত থেকে এলাকায় আধিপত্য বিস্তার করে। নির্বাচনের সময় এরা সাধারণ মানুষকে ধমকা-ধমকি এমনকি ভোটারদের প্রভাবিত করতে পারে বলেও শঙ্কা তার।

অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কঠোর অবস্থানের কথা বলছেন, জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। পুলিশের টহল ও চেকপোস্ট বাড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা