• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩  

কোরআনে আল্লাহ তাআলা বার বার তার নেয়ামতের জন্য বান্দাদের শোকর আদায়ের নির্দেশ দিয়েছেন, অকৃতজ্ঞ ও নাফরমান হতে নিষেধ করেছেন। শোকর আদায় ইমানের অংশ। কোরআনের একটি আয়াতে আল্লাহ তার বান্দাদের দুই ভাগে ভাগ করেছেন। এক অংশকে বলেছেন ‘শাকের’ বা কৃতজ্ঞ, আরেক অংশকে বলেছেন ‘কাফুর’ বা অকৃতজ্ঞ। আল্লাহ বলেন,

اِنَّا هَدَیۡنٰهُ السَّبِیۡلَ اِمَّا شَاکِرًا وَّ اِمَّا کَفُوۡرًا

আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ হবে। (সুরা দাহর: ৩)

কোরআনের আরেকটি আয়াতে শোকর আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ও অকৃতজ্ঞতার জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ বলেন,

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيْدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذابِيْ لَشَدِيْدٌ

তোমরা যদি কৃতজ্ঞতা আদায় কর তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে আমার আজাব অবশ্যই কঠিন। (সুরা ইবরাহিম: ৭)

শোকর শুধু মুখে বলার নাম নয়, অন্তরে, মুখে ও কাজের মাধ্যমেও শোকর আদায় করতে হয়। প্রকৃত শোকর হলো মুখে নেয়ামতদাতার প্রশংসা করা ও নেয়ামতের কথা স্বীকার করা, অন্তরেও নেয়ামতের কথা স্বীকার করে নেয়ামতদাতার প্রতি ভালোবাসা পোষণ করা এবং কাজে নেয়ামতদাতার আনুগত্য করা, তার নির্দেশ মেনে চলা। আল্লাহ বলেন,

اِعۡمَلُوۡۤا اٰلَ دَاوٗدَ شُکۡرًا وَ قَلِیۡلٌ مِّنۡ عِبَادِیَ الشَّکُوۡرُ

হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতাস্বরূপ আমল করে যাও, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। (সুরা সাবা: ১৩)

রাসুল (সা.) আল্লাহর ইবাদত ও শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সাহাবিদেরও তিনি ইবাদত ও শুকরিয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখিয়েছেন। মুআজ ইবনে জাবাল বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, তোমাকে ওসিয়ত করছি, প্রত্যেক নামাজের পর এ দোয়াটি পড়ো:

اللّهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ .

উচ্চারণ: আল্লাহুম্মা আঈন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা

অর্থ: হে আল্লাহ! আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। (সুনানে আবু দাউদ: ১৫২৪)

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা