• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নাক-মুখে হাত দিতে গেলেই সতর্ক করবে ঘড়ি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ জুলাই ২০২০  

নাক-চোখ-মুখে হাত দেয়া অনেকেরই সাধারণ অভ্যাস, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এমনকি হাতে থাকা করোনার জীবাণু চোখ, নাক, মুখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে প্রাণহানি ঘটাতে পারে। এ সাধারণ অভ্যাস থেকে বিরত থাকলে করোনাভাইরাস ঠেকানো অনেকটাই সম্ভব। তাই মুখমণ্ডলে হাতের স্পর্শ ঠেকাতে বিশেষ ঘড়ি আবিষ্কার করেছে এক কিশোর।

ওই কিশোরের নাম ম্যাক্স মেলিয়া। বয়স ১৫ বছর। তার দাবি, অবচেতনভাবে মুখমণ্ডলে হাত দেয়া বন্ধে সাহায্য করবে ঘড়িটি। এতে করোনা সংক্রমণ অনেকটাই হ্রাস পাবে। খবর সিএনএন

ভিবপ্রো নামের ঘড়িটি হাতেই লাগাতে হবে। মুখমণ্ডলের কাছে যদি হাত চলে যায় তখনই ঘড়িতে সতর্কবার্তা বেজে উঠবে। যতবার হাত মুখমণ্ডলের কাছে যাবে ততবারই সতর্কবার্তা দেবে। বিশেষ প্রযুক্তি ও গাণিতিক পরিভাষার সমন্বয়ে ঘড়িটি আবিষ্কার করা হয়েছে।

ম্যাক্স বলেন, আমার মা–বাবা উভয়েই করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত এর ভয়াবহতা বুঝতে পারিনি। এ ভয়াবহতাই আমাকে কাজটি করতে উৎসাহ জুগিয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা