• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

হোয়াটসঅ্যাপ নম্বর সেভ না করে কল দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩  

জনপ্রিয় মেসেজিং সেবার মধ্যে হোয়াটসঅ্যাপ সারাবিশ্বে বহুল প্রচলিত। হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে হলে আগে নম্বর সেভ করতে হয়। তবে এখন থেকে নম্বর সেভ না করেই যে কাউকে সবচেয়ে সহজে কল করা যাবে হোয়াটসঅ্যাপে।

অপরিচিত কাউকে হুট করে কল করার আগে নম্বর নতুন করে সেভ করাটা ঝামেলার মনে হতে পারে। তাই জেনে নেয়া যাক স্মার্টফোনে নম্বর সেভ না করে কীভাবে হোয়াটসঅ্যাপে কল করা যাবে-

***প্রথমে যেকোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে। অ্যাড্রেস বারে wa.me/মোবাইল নম্বর লিখতে হবে।

***মোবাইল নম্বর লেখার ক্ষেত্রে শুরুতে অবশ্যই যাকে কল করা হবে, তার দেশের ডায়ালিং কোড দিতে হবে। যেমন বাংলাদেশের কোড (+৮৮০) দিয়ে শুরু করতে হবে।

***লিঙ্কে প্রবেশ করলে হোয়াটসঅ্যাপের বিশেষ একটা উইন্ডো খুলবে।

***গ্রিন মেসেজ বাটন পাওয়া যাবে, যেখানে লেখা আছে ‘কন্টিনিউ টু চ্যাট’। বাটনে ক্লিক করলেই মেসেজ দেওয়ার অপশন পাওয়া যাবে।

***একইভাবে কল করার সুবিধাও পাওয়া যাবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা