• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্মার্টফোন থাকুক ঠান্ডা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩  

স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজের সময় দীর্ঘ হলে হ্যান্ডসেট গরম হয়ে যায়। কয়েকটি নিয়ম মানলে ফোন আর গরম হবে না।

১. স্মার্টফোন গরম হওয়ার প্রধানতম কারণ প্রসেসর ধীরগতির হলে। যখন র‍্যামের পরিমাণ কমে আসে তখন ফোনের প্রসেসর ধীরে কাজ করে। তাই র‍্যামের লিমিট পরিমাণ স্পেস রাখতে হবে।

 ২. নিয়মিত জাঙ্ক ফাইল অপসারণ করতে হবে। তা না হলে ফোনের গতি কমে যায়। ফলে ফোনটি গরম হয়ে যায়। এ কারণে ফোনের জাঙ্ক ফাইল নিয়মিত ডিলিট করতে হবে।

৩. বেশি সংখ্যক ট্যাব খুলে রাখলে ফোন গরম হয়ে যায়। বিশেষ করে র‍্যাম কম থাকলে সমস্যা প্রকট হয়। স্মার্টফোন ব্যবহারে রিসেন্ট ট্যাব সংখ্যা কমাতে হবে।

৪. কম র‍্যামের ফোনে হাই কনফিগারেশন অ্যাপ ব্যবহার করা স্মার্টফোন গরম হওয়ার বড় কারণ। বিশেষ করে পাবজি, ফ্রি ফায়ার-হাই কনফিগারেশনের অ্যাপ ব্যবহারে ফোন গরম হয়। হাই কনফিগার অ্যাপ ইন্সটল না করাই শ্রেয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা