• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফোনের কাভার হলুদ হলে করণীয়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

আমরা সবাই কমবেশি স্মার্টফোন ব্যবহার করি। ফোনটি সুরক্ষিত রাখতে কাভার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহারের পর ফোনের কাভার হলুদ হয়ে যায়। তখন ফোনটি দেখতে খারাপ লাগে। চলুন জেনে নিই কীভাবে ফোনের হলুদ দাগ দূর করা যায়।
বেকিং সোডা: বেকিং সোডা সেই এমন জেদি দাগ দূর করতে খুবই কার্যকরী। প্রথমে আপনার ফোনটি কাভার থেকে বের করে আলাদা করে রাখুন। কেসটি সিঙ্কে বা একটি পরিষ্কার তোয়ালের উপরে রাখুন। তারপর বেকিং সোডা দিয়ে পুরোপুরি ঢেকে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর একটি টুথব্রাশ দিয়ে হালকাভাবে পানিতে ডুবিয়ে বৃত্তাকারভাবে কেসের উপর ঘষুন। দাগগুলো হালকা হতে শুরু করলে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপরও যদি আপনি হালকা হলুদ দাগ দেখেন তবে সামান্য গরম পানিতে কিছুটা ডিশ ওয়াশার ঢেলে নিন। তারপর একটি স্পঞ্জ বা টুথব্রাশ সাহায্যে এই মিশ্রণটি ফোনের কাভারে লাগান। তারপর ঘষে ধুয়ে ফেলুন। চেষ্টা করুন ফোনের কাভারটি সব সময় পরিস্কার রাখতে এতে এমন হলুদ দাগ পড়বে না।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা