• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বিপিএলে গেইলের ৯শ` ছক্কা!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে খ্যাত ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে একটি বিশাল মাইলফলক ছুঁয়েছেন।

চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা ৩৮ বছর বয়সী এই ওপেনার প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গেছেন।

গেইলের এই তালিকায় অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বাম-হাতি ব্যাটসম্যানের ধারে কাছেও নেই কেউ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্বদেশী কাইরন পোলার্ড। ডান-হাতি এই পেস অলরাউন্ডার মেরেছেন মোট ৫৫৭টি ছক্কা। অর্থাৎ গেইলের এই রেকর্ড ছুঁতে পাড়ি দিতে অনেক কঠিন পথ।

গেল আসরের ফাইনালে গেইলের ব্যাটিং তাণ্ডবেই শিরোপার স্বপ্ন মলিন হয় ঢাকা ডায়নামাইটসের। ষষ্ঠ আসরের প্রথম পাঁচ ম্যাচে রান না পেলেও নিজেদের সব শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠেছেন মিস্টার ইউনিভার্সেল।

খুলনা টাইটানসের বিপক্ষে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন গেইল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার ওই ইনিংসটি সাজিয়েছেন পাঁচটি ছক্কা ও দুটি চার দিয়ে। শেষ পর্যন্ত ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয় রাইডার্সরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা