• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রোনালদিনহো ক্রিমিনাল না, ও আমার আজীবনের বন্ধু: ম্যারাডোনা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

কারাগারেই এখনো সময় কাটছে রোনালদিনহোর। ব্রাজিলের এই সাবেক সুপারস্টার প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেলেও হোটেলে গৃহবন্দী অবস্থায় আছেন। অভিযোগ ভয়াবহ। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়ে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। একা নন, রোনালদিনহোর সঙ্গে এই অপকীর্তিতে তার ভাইও জড়িত। দুজনেই এখন প্যারাগুয়ের একটি হোটেলে গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন। যদিও বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা রোনালদিনহো তার বিপক্ষে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বন্ধুর এই বিপদের দিনে তাকে সমর্থন দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার ডিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনার দৈনিক পত্রিকা এল দিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন- ‘রোনালদিনহোর সঙ্গে যা ঘটেছে তাতে আমি দুঃখিত। আমাকে কষ্ট দিচ্ছে পুরো ব্যাপারটা। আমি বিশ্বাস করি সে ক্রিমিনাল না। প্যারাগুয়েতে সে কাজ করতে গিয়েছিল। আমার মনে হয়, তার একমাত্র ভুল হলো সে একজন আইকন! সে আমার আজীবনের বন্ধু। আমি চিরকালই তাকে সমর্থন দিয়ে যাব।’

সাক্ষাৎকারে মহামারী করোনাভাইরাস প্রসঙ্গে ম্যারাডোনা বলেন- এই মহামারীর কারণে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত- ‘আমি নিশ্চিত যে সামনের দিনের অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়বে। অর্থনীতি আর আগের মতো থাকবে না। আমাদের নেতৃবৃন্দের এক হয়ে কাজ করতে হবে। সৌভাগ্যক্রমে আমাদের আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নেতৃত্বে অনেক গুণী নেতা আছেন। আশায় আছি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা