• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অনুশীলনে ফিরছে জিম্বাবুয়ে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ জুন ২০২০  

মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্থবির হয়ে পড়েছিল ক্রীড়াঙ্গন। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। দীর্ঘ তিন মাসের বিরতি শেষে নিজেদের দেশে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। 

দীর্ঘ বিরতি শেষে আগামী জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। মূলত এই দুই দলের উদ্যোগের পরই অন্যান্য ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অনুশীলনের বিষয়ে ভাবতে শুরু করে। এর আগে শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দিয়েছে। সেই ধারাবাহিকতায় জিম্বাবুয়েও ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর ব্যবস্থা করেছে। 

তবে অনুশীলন শুরুর আগে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে করোনা পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সোমবার থেকে আমরা অনুশীলন শুরু করতে যাচ্ছি। তবে এর আগে ৩৩ জন খেলোয়াড়সহ দলের সঙ্গে সংশ্লিষ্ট মোট ৪০ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে।

পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে জিম্বাবুয়ে। প্রথমে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবে খেলোয়াড়রা। প্রতিদিন অনুশীলন শুরুর আগে শরীরের তাপমাত্রা মাপা হবে। এছাড়া নিজেদের ব্যক্তিগত সরঞ্জাম অন্য কারো সঙ্গে ভাগাভাগি করতে পারবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা